Future Scientist Grooming Program
Research Consultancy
- Conducting Research by part-time researchers.
- Selecting a suitable research topic
- Conducting literature review and development of hypothesis
- Selecting appropriate research methodology
- Developing a questionnaire for the databased study
- Data collection & Data tabulation
Higher Studies Consultancy
Future scientist grooming program; level-1: Inception
স্কলারশিপ নিয়ে হায়ার স্টাডি করতে হলে সবচেয়ে জরূরী হচ্ছে ছাত্র অবস্থাতেই ইয়াং রিসার্চার হিসেবে নিজের স্ট্রং একটা ট্র্যাক রেকর্ড তৈরি করা। করোনা-পরবর্তী সময়ে ভাল মানের একাধিক পাবলিকেশন ছাড়া ফুল-ফান্ডেড স্কলারশিপ পাওয়া রীতিমত অসম্ভব হয়ে যাবে বলা যায়। আর পাবলিকেশন থাকলে টিউশন ফি ওয়েভার থেকে শুরু করে ভাল মানের ভার্সিটিতে এডমিশন খুব সহজ হয়ে যায়।
বাংলাদেশের আন্ডারগ্রাড বা মাস্টার্স লেভেলের স্টুডেন্টরা এমনকি গ্রাজুয়েশনের আগেই ভাল ভাল পাবলিকেশনের যথেষ্ট সুজোগ থাকলেও শুধুমাত্র সঠিক গাইডলাইন আর সুপারভিশনের অভাবে অনেক সময়ই কোন কিছু করতে পারেনা।
এই গ্যাপটি পূরন করার জন্য, রেড এন্ড ওয়াইট নিয়ে এসেছে ‘ফিউচার সায়েন্টিস্ট প্রোগ্রাম’ যার উদ্দেশ্য হচ্ছে আগ্রহী স্টুডেন্টদেরকে উপযুক্ত গ্রুমিং-এর মাধ্যমে ভবিষ্যতে দক্ষ রিসার্চার হিসেবে গড়ে তোলা, যা তাদের উচ্চ শিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে।
লাইফ সায়েন্স স্টুডেন্টদের জন্য ‘ফিউচার সায়েন্টিস্ট প্রোগ্রাম’-এর প্রথম ধাপ (‘ইনসেপশন’ বা শুরু) সাজানো হয়েছে দেশে-বিদেশে কর্মরত বিখ্যাত সায়েন্টিস্টদের দ্বারা পরিচালিত দশটি ওয়ার্কশপের মাধ্যমে (বিস্তারিত ফ্লায়ারে)। আন্তর্জাতিক মানের একজন স্টুডেন্ট রিরার্চারের (কনসেপচুয়ালাইজেশন থেকে একেবার এথিকস এন্ড ইন্টেগ্রিটি পর্যন্ত) শুরুতেই যে কয়টি স্কিল থাকা দরকার , তাই শেখানো হবে এই ‘ইনসেপশন’ প্রোগ্রামে।
১৫-ই জানুয়ারী থেকে শুরু হতে যাওয়া (২৭ জানুয়ারী পর্যন্ত) সেশনগুলো হবে সন্ধ্যা ৬-টা থেকে রাত ১০-টা পর্যন্ত যা Zoom-এর মাধ্যমে সরাসরি। রেজিস্ট্রেশনের বিস্তারিত ফ্লায়ারে দেয়া আছে।
রেজিস্ট্রেশন কমপ্লিট করতে এই ফর্মটি ফিলাপ করূন-
সবাইকে স্বাগতম।